[email protected] রবিবার, ১০ আগস্ট ২০২৫
২৫ শ্রাবণ ১৪৩২

যে দেশে ৯৬ বছরেও জন্মায়নি কোনো শিশু!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯ আগষ্ট ২০২৫ ১৮:০৮ পিএম

ফাইল ছবি

বিশ্বের নানা প্রান্তে জন্মহার হ্রাস নিয়ে যখন রাষ্ট্রপ্রধানরা দুশ্চিন্তায়, তখন ইউরোপের একটি দেশ জন্মহার শূন্য রেখেই রেকর্ড গড়েছে।

একটানা ৯৬ বছর কেটে গেছে, অথচ জন্ম নেয়নি একটি শিশুও! এমন বিস্ময়কর ঘটনাটি ঘটেছে বিশ্বের সবচেয়ে ছোট স্বাধীন রাষ্ট্র ভ্যাটিকান সিটিতে।

জিও নিউজের এক প্রতিবেদন থেকে জানা যায়, ১৯২৯ সালের ১১ ফেব্রুয়ারি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ভ্যাটিকান সিটি। সেই থেকে আজ পর্যন্ত প্রায় এক শতাব্দী পেরিয়ে গেলেও কোনো শিশু পৃথিবীর মুখ দেখেনি এই দেশে।

ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যম বলছে, ভ্যাটিকান সিটিতে জনসংখ্যা খুবই সীমিত এবং তার অধিকাংশই অস্থায়ী নাগরিক। দেশটিতে বসবাসরত প্রায় ৯০ শতাংশ মানুষই পোপ, কার্ডিনাল, ধর্মীয় কর্মকর্তা কিংবা প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তি।

এই দেশের নিয়ম অনুযায়ী, যদি কোনো নারী অন্তঃসত্ত্বা হন, তবে তাকে ভ্যাটিকান সিটির বাইরে গিয়ে সন্তান প্রসব করাতে হয়। কারণ, ভ্যাটিকানে কোনো হাসপাতাল বা চিকিৎসা ব্যবস্থা নেই। ফলে সেখানকার কেউই দেশের মাটিতে শিশুর জন্ম দিতে পারেন না। আর জন্ম নেওয়া শিশুটিও ভ্যাটিকানের নাগরিকত্ব পায় না।

সংবাদমাধ্যমগুলো আরও জানায়, ভ্যাটিকান সিটিতে স্থায়ী নাগরিকত্ব পাওয়া অত্যন্ত কঠিন। এখানে নাগরিকত্ব দেওয়া হয় শুধু কাজের ভিত্তিতে। কাজের মেয়াদ শেষ হলে সেই নাগরিকত্বও বাতিল হয়ে যায়। ফলে পরিবার গঠন বা প্রজন্ম গড়ে তোলার সুযোগও থাকে না। 

সোর্স: কালবেলা 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর