[email protected] বৃহঃস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
২৯ শ্রাবণ ১৪৩২

ভোটে পুলিশ পাবে ৪০,০০০ বডিক্যাম

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০ আগষ্ট ২০২৫ ১৭:০৮ পিএম
আপডেট: ১০ আগষ্ট ২০২৫ ৫:০৮ পিএম

ছবি: সংগৃহীত

আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদারে পুলিশ বাহিনীর জন্য অন্তত ৪০ হাজার বডি-ওর্ন ক্যামেরা (বডিক্যাম) কেনার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

৯ আগস্ট ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী ও ফয়েজ আহমদ তৈয়্যব উপস্থিত ছিলেন।

ফয়েজ আহমদ তৈয়্যব জানান, ৪০ হাজার বডিক্যামের ক্রয় প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে এবং অক্টোবরের মধ্যে সরবরাহ নিশ্চিত করার লক্ষ্য রয়েছে। এতে পুলিশ সদস্যরা কৃত্রিম বুদ্ধিমত্তা সুবিধাসহ এর ব্যবহার ও বৈশিষ্ট্য বিষয়ে পর্যাপ্ত প্রশিক্ষণ নিতে পারবেন। বডিক্যামগুলো ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ ইতিমধ্যে জার্মানি, চীন ও থাইল্যান্ডের তিনটি কোম্পানির সঙ্গে সরবরাহ বিষয়ে যোগাযোগ করেছে। নির্বাচনের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ও কনস্টেবলরা বুকে এই ডিভাইস ধারণ করবেন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কর্মকর্তাদের দ্রুত ক্রয় প্রক্রিয়া শেষ করতে এবং পুলিশ সদস্যদের জন্য সঠিক প্রশিক্ষণ নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, দেশের ইতিহাসে ফেব্রুয়ারির নির্বাচনকে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে যে কোনো মূল্যে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

সোর্স: দৈনিক দেশের কথা.কম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর