[email protected] শুক্রবার, ৮ আগস্ট ২০২৫
২৩ শ্রাবণ ১৪৩২

মাইক্রোচালকের ‘ঘুমে’ প্রবাসীর কাঁধে ৭ লাশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬ আগষ্ট ২০২৫ ১৭:০৮ পিএম

ছবি : সংগৃহীত

ওমান প্রবাসী বাহার উদ্দিনের দেশে ফেরা উপলক্ষে তাকে অভ্যর্থনা জানাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন তার স্বজনরা।

তবে ফেরার পথে এক দুর্ঘটনা কেড়ে নিল তার স্ত্রী-কন্যাসহ পরিবারের সাত সদস্যকে। ৬ আগস্ট ভোরে লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কের আলাইয়াপুর ইউনিয়নের পূর্ব জগদীশপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ফেনী হয়ে লক্ষ্মীপুরে ফেরার পথে চালক 'ঘুমিয়ে' পড়লে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি রাস্তার পাশে খালে পড়ে যায়। ঘটনাস্থলেই  একই পরিবারের নারী ও শিশুসহ ৭ জন নিহত হয়েছেন।

ঘটনাস্থল থেকে বেগমগঞ্জ মডেল থানার ওসি বলেন, রেকারের সহায়তায় গাড়িটি খাল থেকে তোলা হয়েছে। হতাহতদের উদ্ধার করে নোয়াখালী ও লক্ষ্মীপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে, তাৎক্ষণিকভাবে পুলিশ বা ফায়ার সার্ভিস কারো পরিচয় নিশ্চিত করতে পারেনি। এ দুর্ঘটনায় প্রাণে বেঁচে যান প্রবাসী বাহার, তার শ্বশুর, মাইক্রোবাস চালকসহ আরও দুজন। বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ওসি।   

সোর্স: বণিক বার্তা

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর