নারী ও শিশু অধিকার, পারিবারিক বন্ধন দৃঢ়করণ ও সমস্যা নিরসন, কাউন্সেলিং ও মানসিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে একটি সামাজিক সেবামূলক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ ইসলামিক ল' রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার- এর নতুন প্রজেক্ট 'ফ্যামিলি এইড' ।
১০ মে শনিবার সকাল ১১:০০ টায় রাজধানীর পল্টনস্থ নোয়াখালী টাওয়ারে নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই প্রজেক্ট এর আত্মপ্রকাশ অনুষ্ঠান সম্পন্ন হয়। সংবাদ সম্মেলনে প্রজেক্টের লক্ষ্য, কার্যক্রম, এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে ফ্যামিলি এইড প্রজেক্টের বক্তারা বলেন, পারিবারিক সমস্যা নিরসনে আইনী সহায়তা, সাইকোলজিকাল কাউন্সেলিং, সালিশি সহ সচেতনতা বৃদ্ধির লক্ষে শরিয়াহ বিষয়ক সমস্যা সমাধানে বিশেষজ্ঞ পরামর্শ প্রদানের কাজ করবে প্রতিষ্ঠানটি।
যেকোন পারিবারিক সমস্যা প্রতিরোধের জন্য মোটিভেশন এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনায়ও ভূমিকা রাখবে এই প্রজেক্ট।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও মনোবিদ জিয়াউল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মোস্তফা মানজুর, মানারাত ইউনিভার্সিটির ইসলামী স্টাডিজ বিভাগের প্রাক্তন চেয়ারম্যান ড. মো. রুহুল আমিন রব্বানী, ক্লিনিকাল সাইকোলজিস্ট সুমাইয়া তাসনিম, ফ্যামিলি এইডের প্রজেক্ট ডিরেক্টর শহিদুল ইসলাম, সহকারী প্রজেক্ট ডিরেক্টর মারদিয়া মমতাজ, কো-অর্ডিনেটর সিরাজুম মুহসিনা সিলভিয়া, অ্যাডমিন ও লিগ্যাল কনসালট্যান্ট অ্যাড. ফাইজা তাবাস্সুম সহ আরো অনেকে।
মন্তব্য করুন: