ajbarta24@gmail.com শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

বাংলাদেশি মৃত্যুর ঘটনায় মালয়েশিয়া আদালতের রায়

নির্মাণ কোম্পানিকে ২৫০০০ রিঙ্গিত জরিমানা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৪ ০৭:১২ এএম

ফাইল ছবি

কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হওয়া এবং বাংলাদেশি শ্রমিকের মৃত্যুর ঘটনায় মালয়েশিয়ার সেশন্স আদালত একটি নির্মাণ কোম্পানিকে ২৫ হাজার রিঙ্গিত জরিমানা করেছেন। ১৭ ডিসেম্বর বিচারক নোরিনা জায়নাল আবিদিন এই রায় ঘোষণা করেন। অভিযুক্ত কোম্পানি ডব্লিউসিটি বেরহাদের প্রতিনিধি ৬১ বছর বয়সী বেহ চাই মেং আদালতে দোষ স্বীকার করেন। ২০২৩ সালের ১০ আগস্ট বিকেল ৪টা ৪৫ মিনিটে কুয়ালালামপুরের দামানসার

কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হওয়া এবং বাংলাদেশি শ্রমিকের মৃত্যুর ঘটনায় মালয়েশিয়ার সেশন্স আদালত একটি নির্মাণ কোম্পানিকে ২৫ হাজার রিঙ্গিত জরিমানা করেছেন।

১৭ ডিসেম্বর বিচারক নোরিনা জায়নাল আবিদিন এই রায় ঘোষণা করেন। অভিযুক্ত কোম্পানি ডব্লিউসিটি বেরহাদের প্রতিনিধি ৬১ বছর বয়সী বেহ চাই মেং আদালতে দোষ স্বীকার করেন।

২০২৩ সালের ১০ আগস্ট বিকেল ৪টা ৪৫ মিনিটে কুয়ালালামপুরের দামানসারা সেন্টারে একটি নির্মাণ সাইটে কাজ করার সময় বাংলাদেশি শ্রমিক মো. আনিসুর রহমান দুর্ঘটনার শিকার হন। তাকে উদ্ধার করে কুয়ালালামপুর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মালয়েশিয়ার নিরাপত্তা ও স্বাস্থ্য আইন ১৯৯৪-এর ১৯ ধারা অনুযায়ী, এই অপরাধের জন্য সর্বোচ্চ ৫০ হাজার রিঙ্গিত জরিমানা, দুই বছরের কারাদণ্ড, অথবা উভয় শাস্তির বিধান রয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়, ডব্লিউসিটি বেরহাদ কোম্পানি ‘সেফটি অ্যান্ড হেলথ প্ল্যান গার্ডরেইল ও ব্যারিকেড’ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছিল, যা এই দুর্ঘটনার কারণ।

সরকারি প্রসিকিউটর নুর আসনিদা আবদুল রাজাক আদালতকে অনুরোধ করেন, কোম্পানিটির বিরুদ্ধে কঠোর শাস্তি দেওয়া হোক যেন এটি ভবিষ্যতে অন্যদের জন্য উদাহরণ হিসেবে কাজ করে।

তিনি বলেন, এই নির্মাণ সাইটে এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছে। আমি আদালতের কাছে আবেদন জানাই, যেন কর্মক্ষেত্রে আইন ও নিরাপত্তার প্রতি উদাসীনতার বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা পাঠানো হয়। এ ধরনের অবহেলার ফলে দ্বিতীয়বার একজন প্রাণ হারিয়েছেন।

কোম্পানির প্রতিনিধি বেহ চাই মেং আদালতে বলেন, তার কোম্পানি এ ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করেছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া কর্মীদের নিরাপত্তা বিষয়ে সচেতন করার ওপর বিশেষ গুরুত্ব দেবে বলে উল্লেখ করেন তিনি।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর