[email protected] বৃহঃস্পতিবার, ৭ আগস্ট ২০২৫
২২ শ্রাবণ ১৪৩২

আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরুর নির্দেশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬ আগষ্ট ২০২৫ ১৭:০৮ পিএম

ফাইল ছবি

জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

৬ আগস্ট ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। এদিকে, আসামিদের অব্যহতি চেয়ে আবেদন খারিজ দেয় ট্রাইব্যুনাল।

এ মামলায় পলাতক ২৪ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এদিকে, ২৭ আগস্ট থেকে সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ শুরু হবে। আবু সাঈদ হত্যা মামলায় মোট ৩০ আসামির মধ্যে গ্রেফতার আছে ৬ জন।

তারা হলেন আবু সাঈদকে গুলি চালানো কনস্টেবল আমির হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ। পলাতক আছে বেরোবির সাবেক ভিসি, রংপুর মহানগর পুলিশের সাবেক কমিশনারসহ ২৪ জন।

সোর্স: যুমনা

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর