জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
৬ আগস্ট ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। এদিকে, আসামিদের অব্যহতি চেয়ে আবেদন খারিজ দেয় ট্রাইব্যুনাল।
এ মামলায় পলাতক ২৪ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এদিকে, ২৭ আগস্ট থেকে সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ শুরু হবে। আবু সাঈদ হত্যা মামলায় মোট ৩০ আসামির মধ্যে গ্রেফতার আছে ৬ জন।
তারা হলেন আবু সাঈদকে গুলি চালানো কনস্টেবল আমির হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ। পলাতক আছে বেরোবির সাবেক ভিসি, রংপুর মহানগর পুলিশের সাবেক কমিশনারসহ ২৪ জন।
সোর্স: যুমনা
মন্তব্য করুন: