ajbarta24@gmail.com মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫
২৪ পৌষ ১৪৩১

পরিবেশে নীল রঙের প্রাণী যে কারনে বিরল


প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৪ ১৮:১০ পিএম

ফাইল ছবি

আসলে নীল রং হলো এক রকম রঞ্জক। এর উৎস হয় বিভিন্ন প্রাণীর দেহ থেকে। ফলে কোনো প্রাণীর দেহে নীল রং দেখা যাওয়া মানে হলো সেই প্রাণীর দেহ থেকে নীল রং রঞ্জক তৈরীর বিশেষ ব্যবস্থা রয়েছে। এই বিশেষ ব্যবস্থা কিন্তু সব প্রাণীর দেহে থাকে না।

প্রকৃতির বুকে সবুজ রং প্রায় সব জায়গায় দেখা যায়। নীল রং হলো এমন একটি রং যা গোটা পৃথিবীতে খুব বিরল। আকাশের রং নীল হয়। কিন্তু অবাক করা বিষয় হলো, এমন অনেক প্রাণী পৃথিবীতে থাকে যাদের দেহের রং হয় নীল।

বিজ্ঞান এর উত্তর বলছে, আসলে নীল রং হলো এক রকম রঞ্জক। এর উৎস হয় বিভিন্ন প্রাণীর দেহ থেকে। ফলে কোনো প্রাণীর দেহে নীল রং দেখা যাওয়া মানে হলো সেই প্রাণীর দেহ থেকে নীল রং রঞ্জক তৈরীর বিশেষ ব্যবস্থা রয়েছে। এই বিশেষ ব্যবস্থা কিন্তু সব প্রাণীর দেহে থাকে না।

আমরা প্রকৃতিতে দেখে থাকি, বেশ কয়েক রকমের প্রজাপতি ও পাখির দেহে রয়েছে নীল রং। আবার গভীর সমুদ্রের অনেক মাছ তাদের দেহে এই নীল রঙের রঞ্জক তৈরী করে থাকে। ফলে তাদের দেহে নীল রঙের মাত্রা বেশি দেখা যায়।

বিজ্ঞান বলছে, যাদের দেহে নীল রং থাকে তারা অন্যদের থেকে অনেক বেশি দুর্বল হয়। ফলে যদি প্রকৃতি কোনও নিজের অবস্থা বদল করে তাহলে তারা সহজে সেখানে নিজেদের মানিয়ে নিতে পারে না। এর ফলে তারা অতি সহজে প্রকৃতি থেকে বিলুপ্ত হয়ে যায়।

 

আজবার্তা/এসএইচ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর