জাতীয় সাংস্কৃতিক সংগঠন 'বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য'র উদ্যোগে চলছে চার দিনব্যপী বিজয় উৎসব। ১৩ ডিসেম্বর শুরু হওয়া এ উৎসবে থাকছে গান, আবৃত্তি, নৃত্য, মুকাভিনয়, পুথিপাঁঠ, বিজয়ের স্মৃতিকথন, নাটক ও র্যালী।
১৩ ও ১৪ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে সম্মিলিতি পরিবেশনার পর ১৫ ডিসেম্বর অনলাইনে এবং ১৬ ডিসেম্বর বাংলাদেশ চারুকলা ইন
জাতীয় সাংস্কৃতিক সংগঠন 'বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য'র উদ্যোগে চলছে চার দিনব্যপী বিজয় উৎসব। ১৩ ডিসেম্বর শুরু হওয়া এ উৎসবে থাকছে গান, আবৃত্তি, নৃত্য, মুকাভিনয়, পুথিপাঁঠ, বিজয়ের স্মৃতিকথন, নাটক ও র্যালী।
১৩ ও ১৪ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে সম্মিলিতি পরিবেশনার পর ১৫ ডিসেম্বর অনলাইনে এবং ১৬ ডিসেম্বর বাংলাদেশ চারুকলা ইনস্টিটিউট -এর মুক্তাঙ্গনে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এ আয়োজন।
আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কবি মাহবুব মোর্শেদ।
বিপ্লবী সাংস্কৃতিক ঐক্যের আহ্বায়ক মৃন্ময় মিজান জানান, ২০২৪-এর জুলাই বিপ্লবে আমাদের বিজয় ও আত্মদানের যে মহত্ব তার মূল উৎসই ছিলো ১৯৭১। আমরা আমাদের এই ধারাবহিক আয়োজনের মধ্য দিয়ে জুলাইয়ের বিজয়কে নতুন প্রজন্মের মানসপটে জাগরুক রাখতে চাই।
'বিজয় উৎসব'র আয়োজন নিয়ে সদস্য সচিব কাল্লোল শরীফী বলেন, ১৯৭১-এর বিজয়কে ২০২৪-এর বিজয়ের মহিমায় একীভূত করার পরিকল্পনা নিয়ে আমাদের এই আয়োজন।
উৎসবের সমাপনী দিবস ১৬ই ডিসেম্বরে দিনব্যাপী আয়োজনের পাশাপাশি থাকছে স্বাপ্নিক থিয়েটারের মনোমুগ্ধকর মঞ্চ নাটক। উৎসবের সফলতায় সকলের সার্বিক সহায়তা কামনা করেন আয়োজকবৃন্দ।
মন্তব্য করুন: