ajbarta24@gmail.com বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
২০ চৈত্র ১৪৩১

দেশি পর্যটকদের বিদেশ ভ্রমণে ধাক্কা, কমেছে পর্যটন ব্যবসা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৪ ২০:১১ পিএম

গ্রাফিক্স

রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারত ভিসা দেওয়া সীমিত করেছে। জনপ্রিয় এই গন্তব্যের পাশাপাশি আরও কয়েকটি দেশে ভিসা পেতে প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় বাংলাদেশি পর্যটকদের বিদেশ ভ্রমণে ধাক্কা লেগেছে। তাতে উড়োজাহাজের পাশাপাশি ট্যুর অপারেটরদের ব্যবসাও কমেছে।

টোয়াবের তথ্য অনুযায়ী, চিকিৎসা ও ভ্রমণের জন্য সহজে ভিসা পাওয়ার পাশাপাশি আকাশ ও সড়কপথে যোগাযোগ থাকায় বাংলাদেশি পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় গন্তব্য হচ্ছে ভারত। বাংলাদেশ থেকে বিদেশে যাওয়া পর্যটকদের ৪০-৪৫ শতাংশই ভারত যান। এরপরই আছে থাইল্যান্ড। চিকিৎসা, শপিং ও ঘোরাঘুরির জন্য ১৫-২০ শতাংশ বাংলাদেশি পর্যটকের গন্তব্য এই দেশটি। এর বাইরে বাংলাদেশি পর্যটকদের ১০-১৫ শতাংশ মালয়েশিয়া ও ৫-১০ শতাংশ সিঙ্গাপুরে ভ্রমণে যান। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ওমানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ভ্রমণে যান ১০-১৫ শতাংশ বাংলাদেশি পর্যটক। এ ছাড়া দেশি পর্যটকদের ৫-৮ শতাংশ ইউরোপে, ৫-৮ শতাংশ নেপাল, শ্রীলঙ্কা ও চীন ভ্রমণে যান।

একাধিক ট্যুর অপারেটর জানান, বর্তমানে মালয়েশিয়ার ভিসা সহজ থাকলেও ভিয়েতনাম ৮০ শতাংশ ও সিঙ্গাপুরের ৭০ শতাংশ ভিসা আবেদন বাতিল হচ্ছে। নেপালের উড়োজাহাজভাড়া বেশি হওয়ায় অনেকে আগ্রহী হচ্ছেন না। যাঁরা যাচ্ছেন, তাঁদের একটি বড় অংশ ইউরোপের ভিসার কাজে। এক সপ্তাহ বন্ধ থাকার পর ভিসার আবেদন নিতে শুরু করেছে থাইল্যান্ড। শুধু জটিলতা ছাড়া শ্রীলঙ্কা ও মালদ্বীপে কিছু পর্যটক যাচ্ছেন।

জানতে চাইলে ট্যুর অপারেটর প্রতিষ্ঠান মার্কেট এন্টেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফাত উদ্দিন আহমেদ বলেন, দেশের অভ্যন্তরে ট্যুর অপারেটরদের ব্যবসার জায়গা তুলনামূলক কম। বিভিন্ন দেশের ভ্রমণের প্যাকেজ, ভিসা প্রক্রিয়া, উড়োজাহাজ ও ক্রুজের টিকিট বিক্রি করেই টিকে আছে অনেকে। তবে ৫ আগস্টের পর ব্যবসা ২০-৩০ শতাংশ পর্যন্ত কমে গেছে।

বাংলাদেশি পর্যটকদের কাছে ভারত কতটা জনপ্রিয়, তা একটি পরিসংখ্যানেই বোঝা যায়। সেটি হচ্ছে, বাংলাদেশ থেকে গত বছর ভারতে সর্বোচ্চ পর্যটক যান। ২০১৯ সালে ২৫ লাখ ৭৭ হাজার বাংলাদেশি ভারতে যান। এরপর করোনার কারণে সংখ্যাটি কমলেও ২০২২ সাল থেকে আবার বাড়তে থাকে।

ভারতের ট্যুরিজম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২২ সালে বাংলাদেশ থেকে যাওয়া ১২ লাখ ৭৭ হাজার পর্যটকের ২২ শতাংশ আকাশপথে ও বাকিরা সড়কপথে ভারত ভ্রমণ করেন। এই পর্যটকের ৬৪ দশমিক ৮ শতাংশ ঘুরতে, সাড়ে ২৫ শতাংশ চিকিৎসা এবং ব্যবসা ও পেশাগত কাজে ৫ দশমিক ৪ শতাংশ ভারতে যান। গত বছর ২১ লাখ ১৯ হাজার বাংলাদেশি ভারতে যান। চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৪৭ লাখ ৮০ হাজার পর্যটক ভারত ভ্রমণ করেন। তার মধ্যে বাংলাদেশ থেকে সর্বোচ্চ ২১ দশমিক ৫৫ শতাংশ গিয়েছিলেন।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর