ajbarta24@gmail.com বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
২০ চৈত্র ১৪৩১

ব্যাংকে নয়, ঘরে বসেই আয়কর রিটার্ন দাখিল করুন : প্রধান উপদেষ্টা

ন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৪ ১৩:১০ পিএম
আপডেট: ২৮ অক্টোবর ২০২৪ ১:১৫ পিএম

সংগৃহীত ছবি

নাগরিকেরা ঘরে বসেই আয়কর জমা দিয়ে রিটার্ন দাখিল করতে পারবেন। সে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ঘরে বসে অনলাইনে ই-রিটার্ন ও আয়কর জমা দেওয়ার বিষয়ে আত্মীয়-স্বজন, প্রতিবেশী, বন্ধুবান্ধবদের সাহায্য করার জন্য তরুণ-তরুণীদের অনুরোধও করেন তিনি ।

নাগরিকেরা ঘরে বসেই আয়কর জমা দিয়ে রিটার্ন দাখিল করতে পারবেন। সে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ঘরে বসে অনলাইনে ই-রিটার্ন ও আয়কর জমা দেওয়ার বিষয়ে আত্মীয়-স্বজন, প্রতিবেশী, বন্ধুবান্ধবদের সাহায্য করার জন্য তরুণ-তরুণীদের অনুরোধও করেন তিনি ।

২৮ অক্টোবর, সোমবার প্রধান উপদেষ্টার অফিসের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন ড. ইউনূস।

প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের দেওয়া কর-ই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। অথচ সরকারের কাছে করের টাকা জমা দিতেই পোহাতে হয় নানা ঝামেলা। এখন থেকে ব্যাংকে লাইন দিয়ে আয়কর জমা দেয়া বা আয়কর অফিসে গিয়ে রিটার্ন জমা দেয়ার ঝামেলা করতে হবে না। আপনি ঘরে বসেই আয়কর জমা দিয়ে রিটার্ন দাখিল করবেন এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর শহরের সকল সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সকল তফসিলি ব্যাংক, মোবাইল ফোন অপারেটর এবং বেশ কিছু বহুজাতিক কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের জন্য এভাবে আয়কর রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে বলে জানান ড. ইউনূস। তিনি বলেন, দেশের বাকি সবাইকে অনলাইনে ই-রিটার্ন ও আয়কর জমা দেওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে।

কোন প্রতিষ্ঠান কত বেশি করদাতার আয়কর রিটার্ন অনলাইনে দিচ্ছেন তার ভিত্তিতে রাষ্ট্রীয় পুরস্কার অর্জনের জন্য জেলায় জেলায় শহরে শহরে প্রতিযোগিতা হবে এমন প্রত্যাশাও করেন প্রধান উপদেষ্টা।

ক্রমে সব ধরনের কর অনলাইনে সংগ্রহ করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। সবার আয়কর দেবার অভিজ্ঞতা মসৃণ ও ঝঞ্ঝাটমুক্ত হোক এই কামনা করে ভিডিও বার্তা শেষ করেন তিনি।

 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর