[email protected] রবিবার, ৫ অক্টোবর ২০২৫
২০ আশ্বিন ১৪৩২

সেনারা গ্রেটাকে ইসরায়েলি পতাকায় জোরপূর্বক চুম্বন করতে বাধ্য করলো: তুরস্কের সাংবাদিক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৫ ১৭:১০ পিএম

ছবি : সংগৃহীত

গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশ নেওয়ার পর জলবায়ু আন্দোলনের নেত্রী গ্রেটা থানবার্গের ওপর ইসরায়েলি বাহিনীর ‘নির্যাতনের’ অভিযোগ তুলেছেন আন্তর্জাতিক মানবাধিকারকর্মীরা। তুর্কি সাংবাদিক এরসিন সেলিক জানান, থানবার্গকে টেনে-হেঁচড়ে নিয়ে যাওয়া হয় এবং জোর করে ইসরায়েলি পতাকায় চুম্বন করানো হয়।

মালয়েশিয়ার হাযওয়ানি হেলমি ও আমেরিকান কর্মী উইন্ডফিল্ড বিয়াভারও থানবার্গের প্রতি ‘অমানবিক আচরণের’ কথা জানিয়ে বলেন, আটক অবস্থায় তাদের খাবার, পানি ও ওষুধ দেওয়া হয়নি।

বিয়াভার আরও জানান, থানবার্গকে একটি কক্ষে জোর করে নেওয়া হয়, যেখানে উপস্থিত ছিলেন ইসরায়েলের ফার-রাইট মন্ত্রী ইতামার বেন-গভির।

ইতালির সাংবাদিক লরেঞ্জো আগোস্তিনো বলেন, ‘মাত্র ২২ বছর বয়সী গ্রেটাকে একটি ট্রফির মতো প্রদর্শিত করা হয়েছে। এটি ছিল অপমানজনক।’

তবে এ ঘটনায় ইসরায়েলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর