[email protected] শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
২৯ ভাদ্র ১৪৩২

রাশিয়ার কামচাটকা উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৯ পিএম

ফাইল ছবি

রাশিয়ার দূর-পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপের উপকূলে শনিবার ভোরে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, কম্পনের উৎপত্তি ছিল প্রশাসনিক কেন্দ্র পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহর থেকে ১১১ কিলোমিটার পূর্বে এবং ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৯ কিলোমিটার গভীরে।

শুরুতে মাত্রা ৭.৫ বলা হলেও পরে তা সংশোধন করে ৭.৪ নির্ধারণ করা হয়।

এ ঘটনায় এখনো কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। রাশিয়ার কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক সংস্থাগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র প্রথমে সম্ভাব্য এক মিটার উঁচু ঢেউয়ের সতর্কতা জারি করলেও পরবর্তী বিবৃতিতে জানায়, সুনামির ঝুঁকি আর নেই।

উল্লেখ্য, চলতি বছরের জুলাইয়েও কামচাটকা অঞ্চলের কাছে ৮.৮ মাত্রার ভূমিকম্প হয়েছিল। ওই ঘটনায় প্রশান্ত মহাসাগরজুড়ে সুনামি দেখা দেয় এবং জাপানসহ বিভিন্ন দেশে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর