নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে আজই সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকিকে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে রয়টার্স। সংশ্লিষ্ট এক কর্মকর্তা ও সংবিধান বিশেষজ্ঞ নিশ্চিত করেছেন যে প্রেসিডেন্ট রামচন্দ্র পাওদেল ও সেনাপ্রধান অশোক রাজ সিগদেল তাঁর সঙ্গে পরামর্শ করেছেন।
স্থানীয় সময় সকাল ৯টায় প্রেসিডেন্টের বাসভবনে বৈঠকের পর আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করাকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সোমবারের সংঘর্ষে অন্তত ৩৪ জন নিহত ও ১,৩০০-এর বেশি আহত হন। এর পরদিন পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি।
এদিকে কয়েক দিনের অস্থিরতার পর শুক্রবার রাজধানী কাঠমান্ডুতে দোকানপাট ও যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। তবে জনসমাগমে নিষেধাজ্ঞা জারি রয়েছে এবং রাতে কারফিউ বহাল থাকবে বলে সেনাবাহিনী জানিয়েছে।
মন্তব্য করুন: