সৌদি আরবের রাজধানী রিয়াদে জমি ক্রয়ের জন্য “রিয়েল স্টেট ব্যালেন্স প্ল্যাটফর্ম” চালু করেছে রিয়াদ সিটির রয়েল কমিশন (আরসিআরসি)।
চলতি বছরের শুরুতে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নির্দেশনার পর এই কার্যক্রম শুরু হয়েছে, যাতে নাগরিকরা সুলভ মূল্যে জমি পেতে পারেন। আরসিআরসি জানিয়েছে, আগামী পাঁচ বছরে প্রতি বছর ১০ হাজার থেকে ৪০ হাজার প্লট বরাদ্দ করা হবে। প্রতি বর্গমিটারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১,৫০০ রিয়াল।
আবেদন করতে হলে অবশ্যই সৌদি নাগরিক হতে হবে, বিবাহিত বা অন্তত ২৫ বছর বয়সী হতে হবে, রিয়াদে টানা তিন বছর বসবাস করতে হবে এবং অন্য কোনো সম্পত্তি থাকা যাবে না। আবেদন গ্রহণ চলবে আগামী ২৩ অক্টোবর পর্যন্ত। নির্বাচিত আবেদনকারীদের জমিতে ভবন নির্মাণের জন্য ১০ বছর সময় দেওয়া হবে। এ সময় জমি বিক্রি বা হস্তান্তর করা যাবে না, তবে বন্ধক রাখা যাবে। আবেদন শুধুমাত্র সরকারি ওয়েবসাইট এর মাধ্যমে করা যাবে।
মন্তব্য করুন: