ajbarta24@gmail.com শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

তালেবানের সন্ত্রাসী তকমা প্রত্যাহার করলো রাশিয়া

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৫ ১৪:০৪ পিএম

সংগৃহীত

আফগানিস্তানের ক্ষমতাসীন সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী তালেবানকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার দেশটির সুপ্রিম কোর্টের নতুন এক আদেশের মাধ্যমে তালেবানের বিরুদ্ধে দুই দশকের বেশি ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

রুশ বার্তা সংস্থা তাসের খবরে জানানো হয়েছে, এ আদেশ তাৎক্ষণিকভাবেই কার্যকর হবে বলে বিচারপতি ওলেগ নেফেদভ ঘোষণা দিয়েছেন।

এর মাধ্যমে আফগানিস্তানে ক্ষমতাসীনদের সঙ্গে রাশিয়ার কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পথ তৈরি হলো। একইসঙ্গে এটিকে তালেবানের ক্ষমতায় আসার পর বড় একটি কূটনৈতিক বিজয় হিসেবে বিবেচনা করা হচ্ছে। ২০২১ সালে আফগানিস্তান থেকে আমেরিকার নেতৃত্বে বহুজাতিক বাহিনী প্রত্যাহারের পর দেশটির পশ্চিমা সমর্থিত সরকারের হাত থেকে পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান।

এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইসহ সব ক্ষেত্রে আফগানিস্তানের সঙ্গে লাভজনক সম্পর্ক স্থাপন করাই রাশিয়ার লক্ষ্য।’

সাম্প্রতিক সময়ে আইএসের বিরুদ্ধে লড়াইসহ নিরাপত্তা সংশ্লিষ্ট বিবিধ ইস্যু আফগানিস্তানের তালেবান শাসকদের সঙ্গে রাশিয়ার সম্পর্ককে কাছাকাছি করেছে। গত বছর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কাজাখস্তানের আস্তানায় এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, সন্ত্রাসবিরোধী লড়াইয়ে তালেবানকে গুরুত্বপূর্ণ এক মিত্র মনে করেন তিনি।

এর আগে মধ্য এশিয়ার উজবেকিস্তান, কাজাখস্তান ও কিরগিজিস্তান তাদের সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে তালেবানকে বাদ দেয়।

আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার চার বছরের মধ্যে এখনো কোনো দেশ তালেবান সরকারকে পূর্ণভাবে স্বীকৃতি দেয়নি। তবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ইরান, তুরস্ক, পাকিস্তান, ভারত ও চীন তালেবান প্রশাসনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক চালু রেখেছে।

 সোর্স: আমার দেশ



মন্তব্য করুন:

সম্পর্কিত খবর