ajbarta24@gmail.com শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

মঞ্চের মুকুটে মিলল ১১৯ বছরের পুরোনো কাচের বোতলের অজানা ইতিহাস

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০২ পিএম

সংগৃহীত

থিয়েটারের ৪০ মিলিয়ন পাউন্ডের সংস্কারকাজের অংশ হিসেবে আয়োজিত সফরে অংশ নিয়েছিলেন দাতাদের একজন, ৪৮ বছর বয়সী হিউম। কৌতূহলবশতই তিনি মুকুটের পেছনে হাত বাড়ান। তখনই তিনি আবিষ্কার করেন পুরোনো কাচের বোতলটি।

এডিনবরার কিংস থিয়েটারের সংস্কারকাজ চলাকালে মঞ্চের ওপরে এক নাট্যপ্রেমী হঠাৎ খুঁজে পেলেন ১১৯ বছর আগের একটি চিঠি, যা কাচের বোতলের ভেতরে সংরক্ষিত ছিল। খবর বিবিসির।

থিয়েটারের ৪০ মিলিয়ন পাউন্ডের সংস্কারকাজের অংশ হিসেবে আয়োজিত সফরে অংশ নিয়েছিলেন দাতাদের একজন, ৪৮ বছর বয়সী হিউম। কৌতূহলবশতই তিনি মুকুটের পেছনে হাত বাড়ান। তখনই তিনি আবিষ্কার করেন পুরোনো কাচের বোতলটি।

'এটা যেন ইন্ডিয়ানা জোন্স সিনেমার কোনো দৃশ্য,' বলেন হিউম।

'ভেতরটা বেশ স্যাঁতসেঁতে ছিল, চারদিকে খসখসে প্লাস্টারের স্তর। তারপর হঠাৎ আমার হাত একটি শক্ত বস্তুতে আটকে যায়— টেনে বের করতেই দেখি, সেটি একটি কাচের বোতল।'

বোতলের ভেতরে থাকা বার্তাটি বের করতে বিশেষজ্ঞদের কয়েক মাস সময় লাগে। পরে দেখা যায়, সেটিতে ১৯০৬ সালে থিয়েটার নির্মাণে কাজ করা ব্যক্তিদের নাম লেখা ছিল।

বোতলটির মুখ বন্ধ রাখতে উপরে প্লাস্টার দেওয়া ছিল, তবে মাইক হিউম ভেতরে একটি কাগজের টুকরো দেখতে পান।

ভেতরের ভাঁজ করা চিরকুটের ছবি তোলার জন্য তিনি মোবাইল ফোন ব্যবহার করেন। হাতে লেখা কালি দিয়ে লেখা একটি নাম কিছুটা বোঝা যাচ্ছিল—'ডব্লিউ এস ক্রুকশাঙ্ক'—যিনি কিংস থিয়েটার নির্মাণের ঠিকাদার ছিলেন।

থিয়েটার কর্তৃপক্ষ বোতলটি খোলার চেষ্টা করেও সফল হয়নি। ৬ ডিসেম্বর এটি পাওয়ার পর বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়, যারা সতর্কতার সঙ্গে বোতলের নিচের অংশ কেটে বার্তাটি উদ্ধার করেন।

বয়সের কারণে নোটটি একসঙ্গে সেঁটে গিয়েছিল, তাই বিশেষজ্ঞরা বিশেষ রাসায়নিক ও কৌশল ব্যবহার করে এটি আলাদা করেন।

বিবিসি স্কটল্যান্ড নিউজ নোটে উল্লিখিত ব্যক্তিদের সম্পর্কে আরও জানতে 'ফাইন্ডমাইপাস্ট' নামের একটি বংশানুসন্ধানী প্রতিষ্ঠানের সহায়তা নেয়।

তালিকার শীর্ষে ছিলেন এডিনবরার বিশিষ্ট নির্মাতা উইলিয়াম স্টুয়ার্ট ক্রুকশাঙ্ক, যিনি কিংস থিয়েটার নির্মাণ শুরু করার সময় ৫০ বছরের কিছু বেশি বয়সী ছিলেন। তিনি ব্যানফশায়ারের অ্যাবারলোরে জন্মগ্রহণ করেন এবং পরে জেন টেলর বেক-কে বিয়ে করেন। তাদের সাত সন্তান ছিল।

পরবর্তী নামটি ছিল থিয়েটারের প্রধান স্থপতি জন ড্যানিয়েল সোয়ানস্টন-এর, যিনি ১৮৬৮ সালে ডান্ডিতে জন্মগ্রহণ করেন এবং ডলার একাডেমিতে পড়াশোনা করেন।

১৮৯৫ সালে তিনি কিরকালডিতে নিজস্ব স্থাপত্য প্রতিষ্ঠান খোলেন এবং থিয়েটার, সিনেমা ও পাব নির্মাণে বিশেষ দক্ষতা অর্জন করেন। ১৯৫৬ সালে তিনি গ্লাসগোর নিউটন মেয়ার্নসে মেয়ের বাড়িতে মারা যান।

নোটে নাম থাকা আরেক স্থপতি জেমস ডেভিডসন ছিলেন এয়ারড্রির বাসিন্দা। ১৮৪৮ সালে এক তাঁতির পরিবারে জন্মগ্রহণ করা ডেভিডসন এয়ারড্রি একাডেমিতে পড়াশোনা করেন। প্রথমে তিনি কাঠমিস্ত্রি হিসেবে কাজ শুরু করলেও পরে স্থপতি হয়ে ওঠেন।

তৃতীয় স্থপতি জন টালক ১৮৪৭ সালের জানুয়ারিতে ইস্ট লোথিয়ানে জন্মগ্রহণ করেন।

এছাড়া নোটে আরও কয়েকজন কর্মীর নাম পাওয়া যায়, তাদের মধ্যে ছিলেন ড্রাফটসম্যান জন আলেকজান্ডার ক্যামেরন, প্রধান প্লাস্টার কর্মী জর্জ কিং ও প্রধান নির্মাণ কর্মী উইলিয়াম বেগ। প্লাস্টার মিস্ত্রিদের মধ্যে ছিলেন জন হাচিনসন, অ্যান্ড্রু এস ল এবং উইলিয়াম হান্টার।

ফাইন্ডমাইপাস্ট-এর গবেষণায় পাওয়া অতিরিক্ত তথ্য বিবিসি স্কটল্যান্ড থিয়েটার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে।

এই গবেষণা থেকে পাওয়া তথ্য, উদ্ধারকৃত বোতল ও নোটটি থিয়েটারের নতুন প্রদর্শনী কক্ষে সংরক্ষণ ও প্রদর্শনের পরিকল্পনা করা হয়েছে।

১৯০৫ সালে এডিনবরার কিংস থিয়েটার নির্মাণে খরচ হয়েছিল ৫০ হাজার পাউন্ড। ২০১৮ সালে শুরু হওয়া বর্তমান সংস্কারকাজে ব্যয় ধরা হয়েছে ৪০ দশমিক ৭ মিলিয়ন পাউন্ড।

ক্যাটাগরি-এ তালিকাভুক্ত এই ঐতিহ্যবাহী থিয়েটারটি ক্যাপিটাল থিয়েটার্স পরিচালনা করছে। সংস্কারকাজের অংশ হিসেবে থিয়েটারের দুইটি লিফট স্থাপন করা হচ্ছে এবং সিঁড়িগুলো প্রশস্ত করা হচ্ছে। এছাড়া অডিটোরিয়ামের উন্নয়নকাজের মধ্যে রয়েছে—পেছনের দেয়াল পুনঃস্থাপন, নতুন নিয়ন্ত্রণ কক্ষ, গ্যালারিতে উন্নতমানের আলো ব্যবস্থা এবং নতুন বায়ু চলাচল ব্যবস্থা।

থিয়েটারের ঐতিহ্য সংরক্ষণ ব্যবস্থাপক অ্যাবি পেন্ডেলবারি শতাব্দী প্রাচীন বোতলটি খুঁজে পাওয়াকে 'অবিশ্বাস্য রোমাঞ্চকর' বলে উল্লেখ করেন।

তিনি বলেন, 'এতে থাকা প্লাস্টার মিস্ত্রি ও ড্রাফটসম্যানদের তালিকা সত্যিই বিস্ময়কর। এটি প্রমাণ করে, এই থিয়েটারের নির্মাণকাজ কতটা ব্যক্তিগত ও আবেগময় ছিল। এই সংযোগ সত্যিই অনন্য এবং সুন্দর।'

তিনি আরও বলেন, 'এটি একেবারেই কাকতালীয়ভাবে পাওয়া গেছে। তবে এত বছর পরও এটি সংরক্ষিত থাকার বিষয়টি সত্যিই চমকপ্রদ। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো—যে কেউ থিয়েটারের অডিটোরিয়ামে বসে মঞ্চের দিকে তাকিয়েছে, সে আসলে এই লুকিয়ে থাকা রত্নের সামনেই ছিল, অথচ কেউই তা জানত না'।

ফাইন্ডমাইপাস্ট-এর গবেষণা বিশেষজ্ঞ জেন ব্যাল্ডউইন বলেন, 'এমন আকস্মিক আবিষ্কার আমাদের অতীতের এক নতুন জানালা খুলে দেয়। এটি ছিল বিভিন্ন পটভূমি থেকে আসা দক্ষ কারিগরদের একটি দল, যারা একত্র হয়ে এডিনবরার অন্যতম জনপ্রিয় ও আইকনিক সৃজনশীল স্থাপনাটি তৈরি করেছিলেন। এই থিয়েটার এক শতাব্দীরও বেশি সময় ধরে দর্শকদের বিনোদিত করে আসছে।'

সংস্কারকাজ শেষে থিয়েটারটি ২০২৬ সালের বসন্তে পুনরায় উদ্বোধন করা হবে।

সোর্স: The Business Standard

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর