ajbarta24@gmail.com সোমবার, ৭ এপ্রিল ২০২৫
২৪ চৈত্র ১৪৩১

শাওয়াল মাসের ছয় রোজায় মিলবে সারা বছর রোজা রাখার সওয়াব

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৫ ১৮:০৪ পিএম

সংগৃহীত

পবিত্র রমজান মাসে রোজা পালন করা ফরজ। রমজান শেষে শাওয়াল মাসে ছয়টি রোজা রাখা নফল। রমজান মাসের রোজা রাখার পর এই ছয়টি রোজা রাখলেই মিলবে সারাবছর রোজা রাখার সওয়াব।

হজরত আবু আইয়ুব আনসারি (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের ফরজ রোজাগুলো রাখল, অতঃপর শাওয়াল মাসে আরও ছয়টি রোজা রাখল, সে যেন সারাবছর ধরেই রোজা রাখল। (সহিহ মুসলিম: ১১৬৪)

অন্য হাদিসে এসেছে, যে ব্যক্তি রমজানের রোজা শেষ করে ছয়দিন রোজা রাখবে, সেটা তার জন্য পুরোবছর রোজা রাখার সমতুল্য। (আহমদ: ২৮০, দারেমি: ১৭৫৫)

অর্থাৎ রমজান মাসজুড়ে রোজা রাখার পর শাওয়াল মাসের যেকোনো ৬ দিন রোজা রাখলেই ১ বছর অর্থাৎ, পুরো ৩৬০ দিন রোজা রাখার সমান সওয়াব পাওয়া যাবে।

বিশ্বনবি (সা.) ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি রমজানের রোজা রাখবে, অতঃপর শাওয়াল মাসে ৬টি রোজা পালন করবে, সে যেন সারাবছর রোজা রাখল’। (মুসলিম)

হজরত উবাইদুল্লাহ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, একদিন রাসুল (স.)-কে জিজ্ঞেস করলাম, ‘ইয়া রাসুলুল্লাহ আমি কি সারা বছর রোজা রাখতে পারব? তখন রাসুলুল্লাহ (স.) বললেন—তোমার ওপর তোমার পরিবারের হক রয়েছে, কাজেই তুমি সারা বছর রোজা না রেখে রমজানের রোজা রাখো এবং রমজানের পরবর্তী মাস শাওয়ালের ছয় রোজা রাখো, তাহলেই তুমি সারা বছর রোজা রাখার সওয়াব পাবে’ (তিরমিজি: ১/১৫৩৪)।

শাওয়ালের ৬ রোজা রাখার নিয়ম

শাওয়ালের ছয় রোজা ধারাবাহিকভাবে রাখাই উত্তম। তবে ধারাবাহিকভাবে না রেখে বিচ্ছিন্নভাবেও রাখা যায়।  এ ছাড়া শাওয়াল মাস চলে গেলে তা কাজা করা জরুরি নয়।

তাই ইচ্ছা কিংবা অনিচ্ছায় হোক শাওয়াল মাস পার হয়ে গেলে তা কাজা করা আবশ্যক নয়। তাই সম্ভব হলে ঈদুল ফিতরের পরপরই এ রোজা একাধারে পালন করা উত্তম।

সোর্স: Rtv news

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর