[email protected] বৃহঃস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
৩০ শ্রাবণ ১৪৩২

২,২৮০ কোটি টাকার ঋণখেলাপি মামলায় এস আলম গ্রুপ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯ আগষ্ট ২০২৫ ১৭:০৮ পিএম

ফাইল ছবি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির খাতুনগঞ্জ শাখার ২,২৮০ কোটি টাকার ঋণখেলাপির মামলায় এস আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের ৩০৭ শতকের ৮টি জমি, ১,৩৫০ থেকে ১,৫০০ বর্গফুটের ২টি ফ্ল্যাট ও ৪ কোটি ৩২ লাখ টাকার একটি ব্যাংক হিসাব ক্রোক করার আদেশ দিয়েছেন চট্টগ্রাম অর্থঋণ আদালত-১।

৮ আগস্ট বিচারক মো. হেলাল উদ্দিন এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ এরশাদ এ তথ্য নিশ্চিত করেন।

মামলায় এস আলম গ্রুপের প্রতিষ্ঠান এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে ইসলামী ব্যাংক খাতুনগঞ্জ শাখা।

অভিযুক্তরা ব্যাংক থেকে ঋণ নিয়ে অর্থ পরিশোধ না করায় ব্যাংক আদালতের কাছে অনুরোধ করেছে, মামলা চলমান থাকাকালীন সংশ্লিষ্ট সম্পত্তি ও ব্যাংক অ্যাকাউন্টের ওপর নিষেধাজ্ঞা বজায় রাখার নির্দেশনা দিতে, যাতে এসব স্থানান্তর না করা হয়। ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন। 

সোর্স: The Business Standard

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর