[email protected] বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

জামিন পায়নি চিন্ময় দাস

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৫ ০০:০১ এএম

আইনজীবীদের বিক্ষোভ, ছবি সংগৃহীত

সাবেক ইসকন নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।   বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে চট্টগ্রামের মহানগর দায়রা জজ সা

সাবেক ইসকন নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
 
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে চট্টগ্রামের মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম তাঁর জামিন নামঞ্জুর করেন।
 
চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) মফিজুল হক ভূইয়া সাংবাদিকদের বলেন, দুপক্ষের মধ্যে আধা ঘণ্টা যুক্তিতর্কের পরে আদালত চিন্ময় দাসের জামিন নামঞ্জুরের আদেশ দেন।
 
এদিন চিন্ময় দাসকে আদালতে তোলা হয়নি। তবে চিন্ময়ের পক্ষে শুনানিতে ছিলেন অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্বে সুপ্রিম কোর্টের ১১ আইনজীবীর একটি দল।
 
শুনানি শেষে পৌনে ১২টার দিকে আদালত কক্ষ থেকে বের হয়ে অপূর্ব কুমার সাংবাদিকদের বলেন, আদালতকে যুক্তিতর্ক উপস্থাপন করেছি। সবকিছু শোনার পরে আদালত জামিন নামঞ্জুর করেছেন। আমরা এখন উচ্চ আদালতে যাব।
 
এদিকে চিন্ময় দাসের শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিতে দেখা যায়। সেখানে উপস্থিত ফটো সাংবাদিক মিনহাজ উদ্দিন জানান, আদালতের প্রবেশ ও বের হওয়ার পথগুলোতে বিপুল সংখ্যক পুলিশ, বিজিবি ও সেনাসদস্যের উপস্থিতি ছিল।
 
এছাড়া চিন্ময় দাসের জামিন শুনানি চলাকালে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের ফাঁসি চেয়ে বিভিন্ন স্লোগান দেন। তারা চিন্ময় দাসের আইনজীবীদের দেখেও নানা ধরনের স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে পুলিশি পাহারায় চিন্ময়ের আইনজীবীরা আদালত থেকে বের হয়ে গাড়িতে ওঠেন।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর