ajbarta24@gmail.com সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

পৃথিবীর সবচেয়ে বদমেজাজি মাছ


প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৪ ১৮:১০ পিএম

গ্রামফি ডোয়ার্ফ গোবি

বদমেজাজে শুধু মানুষের মধ্যেই বিদ্যমান নয়। অন্যপ্রাণীদেরও মেজাজ হারানোর অধিকার আছে। তেমনি খুব ছোট একটি মাছ আছে যার চেহরাতে সবসময় বদমেজাজের লক্ষণ দেখা যায়।

 

এই মাছের বদমেজাজে তটস্থ থাকে গোটা এলাকা। মাছটির নাম গ্রামফি ডোয়ার্ফ গোবি। এরা ভীষণ সাহসী। এবং প্রায়ই নিজেদের চেয়ে বেশ বড় আকারের মাছকে তেড়ে মারতে যায়।

তাই এই মাছটিকে বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে ‘বদমেজাজি’ মাছ হিসেবে আখ্যা দিয়েছেন। 

ডোয়ার্ফ গোবি মূলত উষ্ণ সমুদ্রের পাথুরে এলাকা এবং প্রবাল প্রাচীরে বসবাস করে। এরা খুব ছোট, দৈর্ঘ্যে ১ ইঞ্চি হয়ে থাকে।

আকারে ছোট হলেও এদের  এদের রঙচঙে শরীর এবং চাঞ্চল্য আর গরম মেজাজ অন্য মাছ বা প্রাণীদের মনে ভয় ধরিয়ে দেয়।

নিজেদের বাসস্থানের বিষয়ে ডোয়ার্ফ গোবি খুবই সচেতন। নিজেদের এলাকায় অন্য মাছের অনুপ্রবেশ একদম পছন্দ করে না। বহিরাগতদের দেখলেই তাই তেড়ে যায়, তা বহিরাগতের আকার যত বড়ই হোক না কেন! 

ডোয়ার্ফ গোবির তাদের এলাকা রক্ষা করার প্রবণতা থেকেই খুব বদমেজাজি হওয়ার অন্যতম কারণ। তারা নিজেদের বাসস্থানের বিষয়ে খুব বেশি স্পর্শকাতর এবং অন্য মাছদের অনুপ্রবেশকে তারা হুমকি হিসেবে দেখে।

এরা ছোট গর্ত, পাথরের ফাঁক বা প্রবাল প্রাচীরের ছোট কোণে আশ্রয় নেয়। দ্রুত সাঁতার কাটতে পারে এরা। যদি বোঝে শত্রু তাদের জন্য হুমকি, তাহলে শত্রুকে ভয় দেখাতে আক্রমণাত্মক ভঙ্গিতে তেড়ে আসে। কিন্তু যদি বুঝতে পারে শত্রুর সঙ্গে পেরে ওঠা সম্ভব নয়,  তখন পিছু হটে দ্রুত গর্তে ঢুকে পড়ে। 

 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর