[email protected] শনিবার, ১৬ আগস্ট ২০২৫
১ ভাদ্র ১৪৩২

রংপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫ মার্চ ২০২৫ ১৩:০৩ পিএম

গ্রাফিক্স

রংপুরের মিঠাপুকুরে মাদকাসক্ত ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে উপজেলার বড়বালা ইউনিয়নের বালুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম আতিয়ার রহমান (৫৫)। মরদেহ মিঠাপুকুর থানা হেফাজতে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, উপজেলার ১১নং বড়বালা ইউনিয়নের বালুপাড়া গ্রামের মৃত মতিয়া মিয়ার বড় ছেলে আতিয়ার রহমান কৃষি জমিতে কাজ শেষ করে বাড়িতে ফিরে আসার পর বাড়ির বারান্দায় বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় তার ছোট ভাই শরিফুল ইসলাম (৪০) ব্যক্তিগত কাজের জন্য টাকা চান। কিন্তু আতিয়ার টাকা দিতে অস্বীকৃতি জানান।

পরে কোনো কিছু বুঝে ওঠার আগেই শরিফুল তার হাতে থাকা কোদাল দিয়ে আতিয়ারের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর কাস্তে দিয়ে আতিয়ারের গলায় টান দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে স্থানীয়রা শরিফুল ইসলামকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন। ধারণা করা হচ্ছে, নেশার টাকা না দেয়ায় মাদকাসক্ত ছোট ভাইয়ের হাতে খুন হয়েছেন বড় ভাই।

মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, অভিযুক্ত শরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সোর্স: চ্যানেল 24

 

 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর