ajbarta24@gmail.com শনিবার, ১১ জানুয়ারি ২০২৫
২৮ পৌষ ১৪৩১

প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপ, ডাকা হয়নি জাতীয় পার্টিকে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৪ ১৭:১০ পিএম

সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসলেও সেখানে ডাক পায়নি জাতীয় পার্টি। এ নিয়ে দলটি বেশ কয়েকবার ক্ষোভ প্রকাশ করেছে। বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। তিনি জানান, আওয়ামী লীগের ফ্যাসিবাদের দোসর হওয়ায় জাতীয় পার্টিকে সংলাপে ডাকা হয়নি।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসলেও সেখানে ডাক পায়নি জাতীয় পার্টি। এ নিয়ে দলটি বেশ কয়েকবার ক্ষোভ প্রকাশ করেছে। বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। তিনি জানান, আওয়ামী লীগের ফ্যাসিবাদের দোসর হওয়ায় জাতীয় পার্টিকে সংলাপে ডাকা হয়নি।

১৯ অক্টোবর, শনিবার রাতে হেয়ার রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাহফুজ আলম বলেন, জাতীয় পার্টি নীরবে আওয়ামী লীগের ফ্যাসিজমকে সমর্থন করে গেছে। তাদের অবৈধ নির্বাচনে অংশ নিয়ে সেগুলোর বৈধতা দিয়েছে। এ জন্যই আমরা জাতীয় পার্টিকে আপাতত সংলাপে রাখছি না।

প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী আরও বলেন, যারা গত তিনটি নির্বাচনে, বিশেষ করে জাতীয় নির্বাচনে অংশ নিয়েছে এবং অবৈধভাবে সংসদে এসেছে তারা অবৈধভাবে নির্বাচিত হয়েছে। তারা জনগণের সঙ্গে প্রতারণা করেছেন। অন্তর্বর্তী সরকার তাদের রাজনৈতিকভাবে নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করবে। এটি কীভাবে বাস্তবায়িত হবে আপনারা দেখতে পাবেন। এর কিছু আইনি ও প্রশাসনিক দিক আছে, সেটা অচিরেই আপনারা দেখতে পাবেন। যখন নির্বাচনী কার্যক্রম শুরু হবে, তখন বিষয়গুলো সবার কাছে স্পষ্ট হয়ে উঠবে।

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে মাহফুজ আলম বলেন, যারা আওয়ামী লীগকে বিভিন্ন সময়ে অর্থনৈতিকভাবে সহায়তা করেছেন এবং গণহত্যায় সহায়তা করেছেন তাদের ব্যাপারেও আলোচনা হয়েছে। ১৪ দল ও আওয়ামী লীগের শরিক যেসব দল জুলাই-আগস্টে আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করেছে এবং গণহত্যায় সহযোগিতা করেছে তাদের বিষয়ে আলোচনা হয়েছে।

তাদের বিষয়ে সরকার বিভিন্ন বিষয় পর্যালোচনা করছে। তবে সরকার এ ব্যাপারে একা সিদ্ধান্ত নেবে না। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও আলোচনা-পর্যালোচনার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হবে। রাজনৈতি দলগুলো জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় গণহত্যার জন্য আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটের শরিক দলগুলোকে নিষিদ্ধ করা এবং তাদের রাজনীতি সীমিত করার বিষয়ে সংলাপে মতামত দিয়েছেন বলেও জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর