ajbarta24@gmail.com শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

টাইম ম্যাগাজিনের প্রভাবশালী শত ব্যক্তির মধ্যে অন্যতম ড. ইউনূস

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৫ ১৫:০৪ পিএম

ফাইল ছবি

ছাত্রদের নেতৃত্বে গণঅভ্যুত্থানে বাংলাদেশের কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রীকে (শেখ হাসিনা) গত বছর ক্ষমতাচ্যুত করার পর দেশকে গণতান্ত্রিক পথে নির্দেশনা দিতে এগিয়ে এসেছেন একজন সুপরিচিত নেতা। তিনি হলেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মুহাম্মদ ইউনূস।

যুক্তরাষ্ট্রের বিখ্যাত টাইম ম্যাগাজিনে ড. ইউনূস সম্পর্কে একথা বলা হয়েছে। ২০২৫ সালে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ বিশিষ্টজনের তালিকা প্রকাশ করেছে টাইম। এর শিরোনাম ‘দ্য ১০০ মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল অব ২০২৫’। এতে ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্টলেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি রডহ্যাম ক্লিনটন। এতে ড. ইউনূস সম্পর্কে তিনি আরও লিখেছেন- কয়েক দশক আগে বাংলাদেশে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন ড. ইউনূস।
সবচেয়ে প্রান্তিক পর্যায়ে থাকা সম্প্রদায়কে ক্ষুদ্রঋণের মাধ্যমে ক্ষমতায়ন করাই ছিল এর উদ্দেশ্য। তারা লাখো মানুষকে সহায়তা করেছে। এর মধ্যে শতকরা ৯৭ ভাগই নারী। তাদেরকে ব্যবসা গড়ে তোলার জন্য, পরিবারকে টেকসই অবস্থায় নিয়ে যাওয়ার জন্য এবং তাদের আত্মমর্যাদা ফিরে পাওয়ার জন্য এই ক্ষুদ্র ঋণ দেয়া হয়েছে।

যখন আরকানসাসে তখনকার গভর্নর বিল ক্লিনটন, তখন তাকে এবং আমাকে যুক্তরাষ্ট্রে একই রকম প্রোগ্রাম চালু করার জন্য সহায়তা করতে এসেছিলেন ড. ইউনূস। সে সময়েই ড. ইউনূসের সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হয়। তখন থেকে বিশ্বের যেখানেই আমি সফর করেছি, সেখানেই তার অসাধারণ এই কাজের প্রভাব প্রত্যক্ষ করেছি। সেখানে জীবন বদলে দেয়া হয়েছে। (পিছিয়ে পড়া) সম্প্রদায়কে তুলে আনা হয়েছে এবং তাদের মধ্যে নতুন করে বাঁচার আশা জাগিয়ে তুলেছেন।

এখন আরও একবার নিজের দেশের প্রয়োজনে সাড়া দিয়েছেন ড. ইউনূস। তিনি যখন বাংলাদেশকে হতাশার ছায়া থেকে বের করে আনছেন, তখন তিনি একই সঙ্গে মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠা করছেন, জবাবদিহিতা দাবি করা হচ্ছে। একটি ন্যায়সঙ্গত ও মুক্ত সমাজের ভিত্তি স্থাপন করছেন।

সোর্স: মানবজমিন 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর