অবশেষে আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে একটা ব্রেক থ্রু দিতে পেরেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। হাইব্রিড মডেলেই হচ্ছে ৮ দলের এই টুর্নামেন্ট। তবে সেটা হচ্ছে শর্ত সাপেক্ষে! আসন্ন এই টুর্নামেন্টে ভারতের ম্যাচগুলো নিরপক্ষে ভেন্যুতে অনুষ্ঠিত হবে। তাই ভবিষ্যতে আইসিসির যেসব ইভেন্টে ভারত স্বাগতিক হবে,সেসবে পাকিস্তানের ম্যাচগুলোও হবে নিরপেক্ষ ভেন্যুতে! এ বিষয়ে একটা সমঝ
অবশেষে আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে একটা ব্রেক থ্রু দিতে পেরেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। হাইব্রিড মডেলেই হচ্ছে ৮ দলের এই টুর্নামেন্ট। তবে সেটা হচ্ছে শর্ত সাপেক্ষে! আসন্ন এই টুর্নামেন্টে ভারতের ম্যাচগুলো নিরপক্ষে ভেন্যুতে অনুষ্ঠিত হবে। তাই ভবিষ্যতে আইসিসির যেসব ইভেন্টে ভারত স্বাগতিক হবে,সেসবে পাকিস্তানের ম্যাচগুলোও হবে নিরপেক্ষ ভেন্যুতে!
এ বিষয়ে একটা সমঝোতায় পৌঁছানো গেছে বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো। পরে সেটা নিশ্চিত করেছে আইসিসি।
তিন পক্ষের সমঝোতা অনুসারে ২০২৪-২০২৭ চক্রে পাকিস্তান আয়োজিত ইভেন্টে ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিপরীতে ভারত আয়োজিত ইভেন্টে পাকিস্তানের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যুতে। ফলে এই সমঝোতা ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিই শুধু নয়, প্রযোজ্য হবে ২০২৫ সালে ভারতে অনুষ্ঠেয় নারীদের ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে।
নিরপেক্ষ ভেন্যুর ব্যাপারে সিদ্ধান্ত নেবে আয়োজক দেশ। তবে তার ওপর আইসিসির অনুমোদন থাকতে হবে।
এই মডেল অনুসরণ হবে ২০২৮ সালের নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও। কারণ পরবর্তী চক্রের প্রথম টুর্নামেন্টটির আয়োজক পাকিস্তান।
মন্তব্য করুন: