মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় বসবে ফিফা ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর। প্রথমবারের মতো ৪৮ দল অংশগ্রহণ করবে আসরটিতে। মহাযজ্ঞ সামনে রেখে কনমেবল অর্থাৎ, লাতিন অঞ্চলের বাছাই প্রায় শেষের দিকে। অন্যদিকে উয়েফা তথা ইউরোপের দলগুলো বাছাইপর্ব খেলবে আগামী বছর। আজ ‘ড্র’ হয়ে গেল উয়েফা অঞ্চলের বাছাইপর্বের।
আগামী বছরের মার্চে বাছাইপর্ব খেলবে ফ্রান্স-পর্তুগাল-জার্মানি ও স্পেনের মত দলগুলো। তা সামনে রেখে শুক্রবার সুইজারল্যান্ডের জুরিখে বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়েছে। ১২টি গ্রুপে ভাগ হয়ে খেলবে ৫৪টি দল। প্রথম ছয়টি গ্রুপে লড়বে চারটি করে দল। বাকি ছয়টিতে খেলবে ৫টি করে দল।
মার্চে উয়েফার ৫ দলের গ্রুপের বাছাই শুরু হবে। ৪ দলের গ্রুপগুলোর খেলা গড়াবে সেপ্টেম্বরে। নভেম্বরে শেষ হবে বাছাই। প্লে-অফের ম্যাচগুলো হবে ২০২৬ সালের মার্চে। উয়েফা অঞ্চল থেকে ১৬টি দল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।
১২ গ্রুপের চ্যাম্পিয়ন দলগুলো সরাসরি বিশ্বকাপে খেলবে। বাকি চারটি দল নিশ্চিত হবে প্লে-অফ থেকে। ১২টি গ্রুপের রানার্সআপ ও উয়েফার র্যাঙ্কিয়ে এগিয়ে থাকা চারটি দল (যে দলগুলো গ্রুপ চ্যাম্পিয়ন বা রানার্সআপ হয়নি) নিয়ে সাজানো হবে। সেখান থেকে বাকি চারদল যাবে বিশ্বকাপে।
এক নজরে বাছাইয়ে কে কাকে মোকাবেলা করবে
চার দলের গ্রুপ
গ্রুপ-এ: উয়েফা নেশন্স লিগের চতুর্থ কোয়ার্টার ফাইনাল বিজয়ী দল (জার্মানি/ইতালি), স্লোভাকিয়া, নর্থ আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ
গ্রুপ-বি: সুইজারল্যান্ড, সুইডেন, স্লোভেনিয়া, কসোভো
গ্রুপ-সি: উয়েফা নেশন্স লিগের তৃতীয় কোয়ার্টার ফাইনালে পরাজিত দল (পর্তুগাল/ডেনমার্ক), গ্রিস, স্কটল্যান্ড, বেলারুশ
গ্রুপ-ডি: উয়েফা নেশন্স লিগের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল বিজয়ী দল (ফ্রান্স-ক্রোয়েশিয়া), ইউক্রেন, আইসল্যান্ড, আজারবাইজান
গ্রুপ-ই: উয়েফা নেশন্স লিগের প্রথম কোয়ার্টার ফাইনাল বিজয়ী দল (স্পেন-নেদারল্যান্ডস), তুরস্ক, জর্জিয়া, বুলগেরিয়া
গ্রুপ-এফ: উয়েফা নেশন্স লিগের তৃতীয় কোয়ার্টার ফাইনাল বিজয়ী দল (পর্তুগাল/ডেনমার্ক), হাঙ্গেরি, রিপাবলিক অব আয়ারল্যান্ড, আর্মেনিয়া
পাঁচ দলের গ্রুপ
গ্রুপ-জি: উয়েফা নেশন্স লিগের প্রথম কোয়ার্টার ফাইনাল পরাজিত দল (স্পেন-নেদারল্যান্ডস), পোল্যান্ড, ফিনল্যান্ড, লিথুয়ানিয়া, মাল্টা
গ্রুপ-এইচ: অস্ট্রিয়া, রোমানিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, সাইপ্রাস, সান মারিনো
গ্রুপ-আই: উয়েফা নেশন্স লিগের চতুর্থ কোয়ার্টার ফাইনালে পরাজিত দল (জার্মানি/ইতালি), নরওয়ে, ইজরাইল, এস্তোনিয়া, মালদোভা
গ্রুপ-জে: বেলজিয়াম, ওয়েলস, নর্থ মেসিডোনিয়া, কাজাখস্তান, লিচেনস্টাইন
গ্রুপ-কে: ইংল্যান্ড, সার্বিয়া, আলবেনিয়া, লাটভিয়া, এন্ডোরা
গ্রুপ-এল: উয়েফা নেশন্স লিগের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে পরাজিত দল (ফ্রান্স-ক্রোয়েশিয়া), চেক রিপাবলিক, মন্টিনিগ্রো, ফ্যারো আইল্যান্ডস ও জিব্রাল্টার।
মন্তব্য করুন: