ajbarta24@gmail.com শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

মাঠ প্রস্তুত না করেই ফেডারেশন কাপ শুরু!

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৪ ০৫:১২ এএম

ছবি সংগৃহীত

বাংলাদেশের ঘরোয়া ফুটবলে মাঠের সমস্যা নতুন নয়। একমাত্র বসুন্ধরা কিংস ক্লাবের ভেন্যু কিংস অ্যারেনা ছাড়া কোনো স্টেডিয়ামই লীগ আয়োজনের উপযোগী না। জোড়াতালি দিয়ে বেহাল দশায় জর্জরিত স্টেডিয়ামে খেলা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এবার পাঁচটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে লীগ। এই তালিকায় নতুন যুক্ত হয়েছে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়াম। এটাকে স্টেডিয়াম না বলে ধানক্ষেত বলাই যুক্তিযুক্ত। মুন্সীগঞ্জ

বাংলাদেশের ঘরোয়া ফুটবলে মাঠের সমস্যা নতুন নয়। একমাত্র বসুন্ধরা কিংস ক্লাবের ভেন্যু কিংস অ্যারেনা ছাড়া কোনো স্টেডিয়ামই লীগ আয়োজনের উপযোগী না। জোড়াতালি দিয়ে বেহাল দশায় জর্জরিত স্টেডিয়ামে খেলা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এবার পাঁচটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে লীগ। এই তালিকায় নতুন যুক্ত হয়েছে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়াম। এটাকে স্টেডিয়াম না বলে ধানক্ষেত বলাই যুক্তিযুক্ত। মুন্সীগঞ্জ স্টেডিয়ামের অবস্থাও বেশ নাজুক। এবার সমালোচনা হচ্ছে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম নিয়ে। যেখানে আজ ফেডারেশন কাপের ম্যাচে খেলতে নামার কথা ব্রাদার্স ইউনিয়ন ও বসুন্ধরা কিংসের। অথচ ম্যাচের আগের দিনও প্রস্তুত নয় স্টেডিয়ামটি। কুমিল্লা স্টেডিয়ামে সম্প্রতি স্থানীয় ও প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট হয়েছে। ফলে এত দিন বাফুফের পক্ষে পিচ উঠানো সম্ভব হয়নি। গতকাল শুরু হয়েছে পিচ উঠানোর কাজ। এজন্য ফেডারেশন চেয়েছিল ভেন্যু পরিবর্তন করতে। কিন্তু ব্রাদার্সের ম্যানেজার আমের খান কুমিল্লাতে খেলতে অনড়। তার যুক্তি, ‘মাঠের জন্য ফেডারেশন দেড় মাস মৌসুম পিছিয়েছে। সূচি করেছে কি মাঠ না দেখেই? মাঠ খেলার উপযোগী না থাকলে তাহলে খেলা শুরু হয়েছে কেন? সূচি অনুযায়ী যেখানে খেলা সেখানেই হবে। উভয় দলের জন্য সমান পরিস্থিতি থাকবে।’
বাংলাদেশ প্রিমিয়ার লীগে দশ দল পাঁচটি ভেন্যুতে খেলবে। প্রতি ভেন্যুতে দু’টি ক্লাবের হোম। কুমিল্লার হোম ভেন্যু আবাহনী ও মোহামেডানের। দেশের সবচেয়ে বড় দুই ক্লাবের ভেন্যু এখনো অপ্রস্তুত। বিষয়টি সামগ্রিক অর্থে বিব্রতকরই। পেশাদার লীগে যে দলের ভেন্যু সেই দলের ব্যবস্থাপনাা দায়িত্বে থাকবে। ২০১৮-১৯ মৌসুমের আগে ক্লাবগুলো বঙ্গবন্ধু স্টেডিয়ামের বাইরে অন্য ভেন্যুতে যাবতীয় কাজই করত। সেই সময় একেক ক্লাবের সামর্থ্য ও ইচ্ছে অনুযায়ী কাজ হতো। ফলে নির্দিষ্ট মান রক্ষা না হওয়ায় বড় ক্লাবগুলো অভিযোগ করত। এর পরিপ্রেক্ষিতে ২০১৮-১৯ মৌসুমের পর থেকে বাফুফে মৌসুম শুরুর আগে সকল ভেন্যু নির্দিষ্ট মানদন্ডে পৌছানোর দায়িত্ব নিজ কাঁধেই নেয়। এরপর খেলা চলাকালে হোম ভেন্যু ক্লাবগুলো প্রয়োজনীয় দায়িত্ব পালন করে। এবার চলমান মৌসুমে কুমিল্লায় বাফুফে কাজই করতে পারেনি। জাতীয় ক্রীড়া পরিষদ বাফুফেকে লীগ ও ফেডারেশনের কাপের জন্য বরাদ্দ দিয়েছে। এর মধ্যে আবার স্থানীয় প্রশাসন ক্রিকেট টুর্নামেন্ট করেছে অনুমতি নিয়েই। বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরি হ্যাপি বিষয়টি সমন্বয়ের চেষ্টা করলেও আগে পিচ উঠানো যায়নি। ফলে এই মাঠ ফুটবল উপযোগী হতে আরো সময়সাপেক্ষ। চলমান লীগে কিংস অ্যারেনা ও ময়মনসিংহের রফিকউদ্দিন আহমেদ ভূঁইয়া স্টেডিয়াম ছাড়া অন্য দুই ভেন্যু মুন্সিগঞ্জ, গাজীপুর। দুই ভেন্যুতে ইতোমধ্যে লীগের খেলা শুরু হয়েছে একেবারে অপ্রস্তুত মাঠে। জানা গেছে, নতুন কমিটি নির্দিষ্ট সূচিতেই খেলা পরিচালনা করতে চেয়েছিল কিন্তু মাঠ প্রস্তুত করতে প্রয়োজনীয় অর্থ ফেডারেশনের ছিল না। শেষ মুহূর্তে সভাপতি তাবিথ আউয়াল অর্থ দেয়ায় সপ্তাহ খানেক আগে মুন্সিগঞ্জ ও গাজীপুরে কাজ শুরু হয়। সময় কম থাকায় অপ্রস্তুত অবস্থাতেই খেলা শুরু হয়েছে জানিয়ে বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, ‘স্থানীয় খেলা চলার কারণে আমরা আগে মাঠটি বুঝে পাইনি। এ কারণে অংশ গ্রহণকারী দুটি ক্লাবকে ময়মনসিংহে খেলার প্রস্তাব দিয়েছিলাম। বাফুফের প্রস্তাবে ব্রাদার্স রাজি হয়নি। তাই বাধ্য হয়েই কুমিল্লাতে ম্যাচটি আয়োজন করছি। চেষ্টা করছি খেলার আগে মাঠটি প্রস্তুত করার।’ এদিকে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামকে ফেডারেশন কাপের অপর ম্যাচে বাংলাদেশ পুলিশ খেলবে ফর্টিস এফসির বিপক্ষে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর