[email protected] শুক্রবার, ৮ আগস্ট ২০২৫
২৪ শ্রাবণ ১৪৩২

ইসরায়েলে রকেট হামলা, হতাহত ১৯ জন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৪ ১৭:১১ পিএম

ফাইল ছবি

ইসরায়েলের মধ্যাঞ্চলে রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে ইসরায়েলের মধ্যাঞ্চলীয় শ্যারন জেলার অন্তত ১৯ জন আহত হয়েছে।

দেশটির সেনাবাহিনী তাদের বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের অভ্যন্তরে হামলার উদ্দেশ্যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। দেশের মধ্যাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় সতর্কসংকেত জারি করা হয়েছিল।

লক্ষ্যে আঘাত হানার আগেই কয়েকটি ক্ষেপণাস্ত্র বিধ্বস্ত করা হয়েছে। হিজবুল্লাহ শনিবারের প্রথম দিকে তেল আবিব এবং এর আশপাশের এলাকাগুলো লক্ষ্য করে হামলা চালায়।

বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হামলার স্থান থেকে একটি বিধ্বস্ত ক্ষেপণাস্ত্র উদ্ধার করা হয়েছে। তদন্ত এখনো চলমান আছে।

ইসরায়েলি সংবাদ আউটলেট অনুসারে, দখলকৃত অঞ্চলের কেন্দ্রস্থল তিরাতে একটি ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাতের পর ১৯ জন আহত হয়েছে। তারা আরো জানিয়েছে, আরেকটি ক্ষেপণাস্ত্র তেল আবিবের শ্যারন এলাকায় আঘাত হানে এবং মারাত্মক ক্ষতি করে।

স্থানীয় গণমাধ্যম ও জাতীয় অ্যাম্বুল্যান্স পরিষেবা দাবি করেছে, আহতরা অল্প থেকে মাঝারি আঘাতের শিকার হয়েছেন। আর দুই ব্যক্তি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন।

 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর