[email protected] মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

হিজবুল্লাহর ড্রোন হামলায় নেতানিয়াহুর শোবারকক্ষের জানালা ক্ষতিগ্রস্ত

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৪ ১৬:১০ পিএম

হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের শোবারকক্ষের ক্ষতিগ্রস্ত জানালা। ছবি : সংগৃহীত

ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের শোবারকক্ষের জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে। গত শনিবার (১৯ অক্টোবর) তেল আবিবের উত্তরে সিজারিয়ায় নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ।


ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, সিজারিয়ায় হামলার সময় নেতানিয়াহু ও তার পরিবার সেখানে ছিলেন না। এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার টাইমস অব ইসরায়েল ও অন্যান্য ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে,হিজবুল্লাহর ড্রোন হামলার পর নেতানিয়াহুর বাসভবনের কোনো প্রকার ছবি প্রকাশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। সামরিক সেন্সরশিপের আওতায় থাকা সে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার পর তারা নেতানিয়াহুর বাসভবনের শোবারকক্ষের ক্ষতিগ্রস্ত জানালার ছবি প্রকাশ করতে পেরেছে।
ড্রোন হামলার ফলে নেতানিয়াহুর শোবারঘরের জানালার কাচে ফাটল ধরেছে। তবে চাঙ্গা কাচ ও অন্যান্য সুরক্ষার কারণে তা বাড়ির ভিতরে ঢোকেনি। জানা গেছে, কাচের টুকরোগুলো পুলে ও উঠানে পড়েছিল।

বাসভবনে হামলার পর নেতানিয়াহু জানিয়েছিলেন, তাকে ও তার স্ত্রীকে হত্যাচেষ্টা হয়েছে। ইরান–সমর্থিত গোষ্ঠীগুলো যারা এই চেষ্টা করেছে, তারা একটা বড় ভুল করেছে।

এদিকে নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহু বলেন, এ হামলা কেবল তাদের দুজনের ওপর হয়নি বরং সব ইসরায়েলিদের ওপর হয়েছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর