[email protected] মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

সেনাবাহিনী ও জামায়াত দেশপ্রেমিক শক্তি: ডা. শফিকুর রহমান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৪ ১৪:১২ পিএম

ফাইল ছবি

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে পরীক্ষিত দুটি দেশপ্রেমিক শক্তি আছে– একটি সেনাবাহিনী, আরেকটি জামায়াতে ইসলামী। আওয়ামী লীগ সরকার এ দুই শক্তিরই ক্ষতিসাধন করেছে। আগেই সেনাবাহিনীর ক্ষতিসাধন করেছে। পরে জামায়াতকে তছনছ করে দিতে উঠে পড়ে লাগে।  গত সোমবার রাতে রংপুরের পাগলাপীরে দলের এক পথসভায় তিনি এ কথা বলেন। পরে গতকাল মঙ্গলবার সকালে গাইবান্ধা ইসলা

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে পরীক্ষিত দুটি দেশপ্রেমিক শক্তি আছে– একটি সেনাবাহিনী, আরেকটি জামায়াতে ইসলামী। আওয়ামী লীগ সরকার এ দুই শক্তিরই ক্ষতিসাধন করেছে। আগেই সেনাবাহিনীর ক্ষতিসাধন করেছে। পরে জামায়াতকে তছনছ করে দিতে উঠে পড়ে লাগে। 

গত সোমবার রাতে রংপুরের পাগলাপীরে দলের এক পথসভায় তিনি এ কথা বলেন। পরে গতকাল মঙ্গলবার সকালে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামী জেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। 

তিনি বলেন, অফিস-আদালত থেকে ঘুষ-দুর্নীতি নির্মূল করতে হবে। চাঁদাবাজি, দখলদারি বন্ধ করতে হবে। আগামীর বাংলাদেশ হবে সাম্যের, বৈষম্যহীন। সব ক্ষেত্র থেকে বৈষম্য দূর করতে হবে, যেখানে সংখ্যাগুরু, সংখ্যালঘুর ধর্মীয় ভেদাভেদ থাকবে না। ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন করা হবে না। মসজিদ যদি পাহারা দেওয়া না লাগে, তবে মন্দিরও পাহারা দেওয়া লাগবে না। শহীদরা যে দেশ চেয়েছিলেন, তার বাস্তব নমুনা দেখাতে চাই। জেলা জামায়াতের আমির আব্দুল করিমের সভাপতিত্বে কর্মী সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অধ্যক্ষ মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল প্রমুখ। 

মঙ্গলবার রংপুরের মিঠাপুকুরে উপজেলা শাখার আয়োজনে এক পথসভায় শফিকুর রহমান বলেন, আগামীর বাংলাদেশ তরুণদের হাতে তুলে দিতে চাই। তরুণরাই হবে আগামীর বাংলাদেশের চালক। 

উপজেলা জামায়াতের আমির আসাদুজ্জামান শিমুলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রব্বানী, সেক্রেটারি জেনারেল মাওলানা এনামুল হক প্রমুখ। 

গতকাল বিকেলে উপজেলা জামায়াত আয়োজিত পীরগঞ্জ বাসস্ট্যান্ডের ফ্লাইওভারের নিচে পথসভায় বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানী, সেক্রেটারি মাওলানা এনামুল হক প্রমুখ।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর