বিএনপি দ্রুত নির্বাচন আদায়ে সব পন্থাই অবলম্বন করতে চায়। পাশাপাশি নির্বাচনে জয়ের লক্ষ্যে দেশ-বিদেশে মিত্র বাড়ানোও এখন তাদের অন্যতম কৌশল। এ পথে হাঁটতে গিয়ে তারা একসময়ের ঘনিষ্ঠ মিত্র জামায়াতে ইসলামীর সঙ্গে দূরত্ব বাড়িয়ে ফেলেছে। তেমনি জুলাই অভ্যুত্থানের নেতৃত্বদানকারী ছাত্রনেতাদের সঙ্গেও তারা একই পথে নেই। আওয়ামী লীগকে নিষিদ্ধ, রাষ্ট্রপতির অপসারণ, সংবিধান বাতিলসহ অনেক ইস্যুতেই ছাত্র নেতৃত্বে
বিএনপি দ্রুত নির্বাচন আদায়ে সব পন্থাই অবলম্বন করতে চায়। পাশাপাশি নির্বাচনে জয়ের লক্ষ্যে দেশ-বিদেশে মিত্র বাড়ানোও এখন তাদের অন্যতম কৌশল। এ পথে হাঁটতে গিয়ে তারা একসময়ের ঘনিষ্ঠ মিত্র জামায়াতে ইসলামীর সঙ্গে দূরত্ব বাড়িয়ে ফেলেছে। তেমনি জুলাই অভ্যুত্থানের নেতৃত্বদানকারী ছাত্রনেতাদের সঙ্গেও তারা একই পথে নেই।
আওয়ামী লীগকে নিষিদ্ধ, রাষ্ট্রপতির অপসারণ, সংবিধান বাতিলসহ অনেক ইস্যুতেই ছাত্র নেতৃত্বের সঙ্গে তাদের দ্বিমত স্পষ্ট হয়ে উঠেছে। অন্যদিকে দূরত্ব কমিয়ে আনার চেষ্টা চলছে প্রতিবেশী দেশসহ পশ্চিমা বিশ্বের উন্নয়ন সহযোগীদের সঙ্গে। একসময়ে দেশের রাজনীতিতে ভারতবিরোধী উচ্চকিত থাকা দলটির নেতারা এখন অনেকটাই সুর পরিবর্তন করেছেন। যদিও বিএনপি নেতারা বলছেন, সংস্কার, নির্বাচন ও ঐক্য- এই তিন বিষয়ে খাদ্য দিয়েই আগামীতে তাদের পথচলার কৌশল নির্ধারণ দলগুলোর তুলনায় রাষ্ট্র পরিচালনার অংশীদারদের সঙ্গেই সখ্য বাড়াতে তৎপর শীর্ষ নেতৃত্ব। ফলে অনেক ইস্যুতে দলটি সব পথেই হাঁটছে।
সূত্রগুলো বলছে, বন্ধু রাষ্ট্রগুলোর মনোভাব আঁচ করতে পেরেই বিএনপি সংবিধান বাতিলে ছাত্রনেতাদের দাবির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ঢাকায় নিযুক্ত একাধিক পশ্চিমা কূটনীতিকের পক্ষ থেকেও বিএনপির এ অবস্থানকে সমর্থন জানানো হয়েছে। পাশাপাশি দেশের অভ্যন্তরে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বা সুশীল সমাজের প্রতিনিধিরাও এ মুহূর্তে সংবিধান বাতিলের মতো সিদ্ধান্তের পক্ষে নন। কারণ, এতে রাষ্ট্র পরিচালনায় নতুন করে বিশৃঙ্খলার আশঙ্কা রয়েছে।
বিএনপিও মনে করছে, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার অনেক ক্ষেত্রেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছে না। এর মধ্যে নতুন কোনো জটিলতা তৈরি হলে নির্বাচন আরও পিছিয়ে যেতে পারে। বিএনপির এসব তৎপরতার প্রতি ইঙ্গিত করেই ছাত্রনেতারা জুলাই বিপ্লবের ঘোষণা ঠেকাতে দেশি-বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন।
মন্তব্য করুন: