ajbarta24@gmail.com রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

শান্তিরক্ষা মিশনে নারীর অংশগ্রহণ বাড়াতে প্রধান উপদেষ্টার আহ্বান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৫ ১৮:০৪ পিএম

সংগৃহীত

জাতিসংঘকে বাংলাদেশ থেকে আরও নারী শান্তিরক্ষী নিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

রোববার জাতিসংঘের শান্তি অপারেশন বিষয়ক আন্ডার-সেক্রেটারি জেনারেল জিন-পিয়ের ল্যাক্রিক্স যমুনায় তার সাথে সাক্ষাত করতে এলে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান।

জাতিসংঘের শান্তিরক্ষা বিষয়ক বিষয়ে বিস্তারিত আলোচনা করার সময় প্রধান উপদেষ্টা বৈঠকে বলেন, ‘একটি জিনিস যা আমি উৎসাহিত করি তা হলো শান্তিরক্ষা মিশনে আরও বেশি বাংলাদেশি নারীদের অংশগ্রহণ।’

১১টি সক্রিয় মিশনের ১০টি জুড়ে ৫,৬৭৭টি শান্তিরক্ষীদের সাথে বাংলাদেশ ধারাবাহিকভাবে শীর্ষ তিন সেনা/পুলিশ-অবদানকারী দেশের (টিপিসিসি) মধ্যে অবস্থান করছে।

জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল শান্তিরক্ষায় আরও নারীদের নিযুক্ত করার জাতিসংঘের নীতি তুলে ধরেন। তিনি বলেন, ‘আমরা নারীদের নির্দিষ্ট ভূমিকায় আটকে রাখতে চাই না।’

প্রধান উপদেষ্টা মিয়ানমারে চলমান দ্বন্দ্ব এবং সীমান্ত গোলাগুলির ঘটনা, বেসামরিক হতাহত এবং নাফ নদীর কাছে জীবনযাত্রার ব্যাহত বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, যা বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্ত হিসাবে কাজ করে।

প্রধান উপদেষ্টা জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের দক্ষিণ-পূর্ব বাংলাদেশের রোহিঙ্গা শিবিরে সাম্প্রতিক সফরের কথা স্মরণ করে বলেন, তার সফর রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য নতুন করে আশা জাগিয়ে তুলেছে।

সোর্স: আমার দেশ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর