প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির পরিমান অনেকটাই কমিয়ে আনতে পারে আগাম বার্তা। অথচ, দুর্যোগের আগাম সতর্ক বার্তা সম্পর্কে অবগত নয়দেশের প্রায় ৩০ভাগ মানুষ। ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে, রাজধানীতে সাংবাদিকদের প্রশিক্ষন কর্মশালায় এ তথ্য জানান বক্তারা।
প্রাকৃতিক দুর্যোগে আগাম সতর্কবার্তা প্রচারে সাংবাদিকদের ভূমিকা নিয়ে আয়োজিত কর্মশালায় প্রতিরক্ষা সচিব আশরাফ উদ্দিন বলেন, আগের তুলনায় সঠিক আবহাওয়া বার্তা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেয়ায় ক্ষয়ক্ষতির পরিমান অনেক কমানো সম্ভব হয়েছ। বিশেষ করে বড় দুর্যোগেও মৃতের হার দুই ডিজিটে নামিয়ে আনা সম্ভব হয়েছে। ২০৩০ সাল নাগাদ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দুর্যোগ ব্যবস্থাপনায় সাংবাদিকদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ বলে জানান প্রতিরক্ষা সচিব।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আয়োজিত সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের কর্মশালায় বক্তব্য রাখেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমাদুল হক, আবহাওয়া অধিদপ্তর পরিচালক মোমিনুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক জহিরুল ইসলাম, প্রমুখ।
বক্তারা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন ব্যাক্তি সতর্কবার্তা দেন, যা নিয়ে তৈরি হয় বিভ্রান্তি। এমন বিভ্রান্তি দূর করতে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা মেনে চলার পরামর্শ দেন তারা।
মন্তব্য করুন: